ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২:১৭:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

দেশে ২২ কোটির অধিক টিকা সম্পন্ন: স্বাস্থ্য অধিদপ্তর 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে দেশে ২২ কোটির অধিক টিকা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি  আরো বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে দেয়া হচ্ছে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ। আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।এর আওতায় তিন কোটি ২৫ লাখ ডোজ করোনা টিকা দেয়া হবে। হাসপাতাল সুত্রে জানা যায় টিকা গ্রহনকারিদের মধ্যে ৫৭ শতাংশের নিবন্ধন নেই। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিনামুল্যে ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারিভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এপর্যন্ত প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ২৩৭। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯ কোটি ১০ লাখ ১১ হাজার ৭৮১ আর বুস্টার ডোজ দেয়া হয়েছে ৫৭ লাখ ১০ হাজার ২০৭ জনকে।
মোট টিকা দেওয়া হয়েছে ২২ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ২২৫ ডোজ টিকা দেয়া হয়েছে। রাজধানীসহ সারাদেশে সবশেষ বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় (১৭ মার্চ) ৩৮ হাজার ৫৮৯ জনকে টিকা দেওয়া হয়েছে প্রথম ডোজের টিকা। দ্বিতীয় ডোজ ১ লাখ৭১ হাজার ৮৯৮ জনকে এবং বুস্টার নিয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬৯২ জন।
উল্লেখ্য বর্তমানে দেশে মোট ছয় ধরনের টিকা দেওয়া হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক এবং জনসন অ্যান্ড জনসন। এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৩লাখ ৯৩হাজার ১৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।